জেলা প্রাণিসম্পদ দপ্তর, কিশোরগঞ্জ এর আওতাধীন ১৩ টি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে গত ১৮ এপ্রিল ২০২৪ হতে ২২ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ পর্যন্ত সারাদেশের সাথে এক যোগে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শণী ২০২৪ পালিত হয়েছে। ১৮ এপ্রিল ২০২৪ বর্ণাঢ্য উদ্ভোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সপ্তাহের কার্যক্রম শুরু হয়। উদ্ভোধনী অনুষ্ঠানে বিভিন্ন উপজেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিগণ, সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধাগণ, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া ব্যক্তিত্বগণ।
সংশ্লিষ্ট উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাগণের সার্বিক তত্বাবধানে সেবা সপ্তাহের প্রথম দিন ঝাঁকজমক পূর্ণ প্রাণিসম্পদ প্রদর্শণী অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধরণের উন্নত জাতের গবাদি পশু-পাখি, বিভিন্ন ধরনের পোষা পশু-পাখি, উন্নত প্রযুক্তি, উচ্চ ফলনশীল জাতের ঘাস ইত্যাদি প্রদর্শন করা হয়। পরবর্তীতে সেবা সপ্তাহের বিভিন্ন দিনগুলোতে ক্রমান্বয়ে বিনামূল্যে কৃমিনাশক বিতরণ, টিকা প্রধান কার্যক্রম, চিকিৎসা ক্যাম্প পরিচালনা করা হয়। এ ছাড়া জেলার অষ্ট্রগ্রাম, ইটনা ও মিঠামইন উপজেলার একটি করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মাঝে স্কুল ফিডিং কার্যক্রমের অংশ হিসেবে বিনামূল্যে প্যাকেটজাত দুধ খাওয়ানো হয়।
জনাব ডা. নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, কিশোরগঞ্জ বিভিন্ন উপজেলা পরিদর্শন করে সার্বিক বিষয় তদারকি করেন।
সবশেষে গত ২২ এপ্রিল ২০২৪ তারিখ পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শণী ২০২৪ এর সমাপ্তি হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস